বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক স্কুলছাত্রসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় অধ্যাপক এবং নোয়াখালীতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জ ও চট্টগ্রামে সড়কে প্রাণ গেছে তিনজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বাগেরহাট : মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এআরখান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিহত ও এক প্রভাষক আহত হয়েছেন। নিহত শংকর আচার্য্য মজুমদার (৫১) মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী গ্রামের জীতেন্দ্র মজুমদারের ছেলে। বুধবার সকালে মাদারীপুরের শ্রীপুর উপজেলার হাসপাতালে তিনি মারা যান। কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন নওয়াব জানান, মঙ্গলবার কলেজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে একটি গরুকে সাইড দিতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। নোয়াখালী : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার প্রথম শ্রেণির ছাত্র সামির (৭) মঙ্গলবার দুপুরে অটোরিকশা চাপায় আহত হয়। রাতে নোয়াখালী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মঙ্গলবার স্কুল ছুটি শেষে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। মুন্সীগঞ্জ : শ্রীনগরের ঢাকা-মাওয়া মহাসড়কে গাংচিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে কেওয়াটটিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম : পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদি মার্কেট এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রাকে ধাক্কা দিলে আখতারুজ্জামান মুকুল (৪৫) নামে একজন নিহত ও নয়জন আহত হন। গতকাল সকালের এ দুর্ঘটনায় আহত আটজনকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। নিহত মুকুল জঙ্গলখাইন ইউনিয়নের আবু তাহেরের ছেলে।

সর্বশেষ খবর