বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

স্ত্রী-কন্যা হত্যায় যুবকের ফাঁসি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সকালে জেলা জজ শেখ মফিজুর রহমান এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর কামাল হোসেন জানান, ২০১১ সালের ৫ জুন রাতে মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রী কবিতা খাতুনকে মাথা থেতলে হত্যা করেন। এ সময় তার ৫ বছরের শিশু কন্যা জামিলা দেখে ফেললে তাকেও শ্বাসরোধে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। এ ঘটনায় আমিরুলকে আসামি করে তার শ্বশুর রবিউল ইসলাম মামলা করেন। পরে আসামি আদালতে হাজির হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

খুলনায় ছয়জনের যাবজ্জীবন : নিজস্ব প্রতিবেদক—খুলনা জানান, খুলনার ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী ওহাব আলী জোয়াদ্দার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অভিযুক্ত অপর ২৯ আসামিকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে। বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো- ফেরাজ ওরফে ফিরোজ তুল্লাহ, প্রদীপ মণ্ডল, সুব্রত সরকার, রতন, সুজিত সুলতান ও মহাদেব সরকার। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার ফুলবাড়িয়ায়। উল্লেখ্য, ২০০৩ সালের ৪ নভেম্বর রাতে বাড়ির সামনে থেকে আসামিরা আবদুল ওহাবকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম ডুমরিয়া থানায় মামলা করেন।

সর্বশেষ খবর