বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

খাগড়াছড়িতে ১১ জেএমবির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি

সিরিজ বোমা হামলার ঘটনায় আটক ১১ জেএসবি সদস্যের বিরুদ্ধে সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্যের আদালতে আটকদের বিরুদ্ধে তিন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আদালত ৯ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। সকালে জেএমবি সদস্যদের আদালতে হাজির করা হয়। জোরদার করা হয় কড়া পুলিশি নিরাপত্তাব্যবস্থা। আটক জেএমবি সদস্যরা হলেন আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, মঞ্জুর মিয়া, রুহুল আমিন সুফি, ফারুক মিয়া, ইসমাইল হোসেন জমাদ্দার ও আইয়ুব। জামিনে আছেন তিনজন। তারা হলেন এমদাদ মাস্টার, হাসান মাহমুদ ও আবদুল করিম। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট  খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতসহ কয়েকটি স্থানে সিরিজ বোমা হামলা হয়েছিল।

সর্বশেষ খবর