বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

আগুন নেভাতে গিয়ে মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে খড়ের গাদার আগুন নেভাতে গিয়ে আলতু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি কটিয়াদী পৌর এলাকার জাহেদুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল সকালে প্রতিবেশী রমজান মিয়ার খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আলতু মিয়া গাদার ওপর ওঠে পানি ঢালার সময় পা পিছলে মাটিতে পড়ে যান। আহত অবস্থায় তাকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। —কিশোরগঞ্জ প্রতিনিধি

শুভসংঘের পদযাত্রা

ময়মনসিংহ শহরে ঢোল বাজিয়ে সচেতনতামূলক পদযাত্রা কর্মসূচি পালন করেছে দৈনিক কালের কণ্ঠে শুভ সংঘ ও সমমনা বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল শহরের সানকিপাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় অনসাম্বল থিয়েটার, ময়মনসিংহের স্কাউট গ্রুপ এবং এপেক্স ক্লাব অব ময়মনসিংহ।

উপস্থিত ছিলেন, আফজাল হোসেন, নিয়ামুল কবীর সজল, সৈয়দা সেলিমা আজাদ, রাসেল রনি, বিমল পাল, আবুল মনসুর, কিশোর ত্রিপুরা, প্রভাষক বিকন ভট্টাচার্য, প্রভাষক রবিন পাল প্রমুখ।

—ময়মনসিংহ প্রতিনিধি

ব্যবসায়ীদের মানববন্ধন

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ একটি শপিং কমপ্লেক্সের পাঁচ শতাধিক ব্যবসায়ী মানববন্ধন করেছেন। নগরীর ১ নম্বর বাস টার্মিনালে হাবিব শপিং কমপ্লেক্সের নিচ তলায় হাবিব শপিং কমপ্লেক্স মালিক-ব্যবসায়ীদের সংগঠনে উদ্যোগে গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়ীরা সভা করেন। সবশেষ সদর মডেল থানার ওসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাজীপুরের ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৯০ মেট্রিকটন চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আলাউদ্দিন মোল্লা কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। হতদরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগে জনৈক মোজাম্মেল হক গত বছর মামলাটি করেন। —গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর