শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নিরপরাধ নারীদের হয়রানি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিরপরাধ তিন গৃহবধূকে আটক করে পুলিশ। পরে জোরপূর্বক শরীর তল্লাশি করা হয়। এ সময় ভয়ে জ্ঞান হারান এক গৃহবধূ। এ খবর ছড়িয়ে পড়ায় জনতা অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি দাবিতে বিক্ষোভ করেছেন থানা পাড়ায়। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় উপজেলার ঠাকুর পাঠ এলাকায়।

ভুক্তভোগীদের একজন সুলতানা পারভীন। তিনি জানান, বধুবার সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ীতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তারা তিনজন। পথে ঠাকুরপাঠ এলাকায় ফুলবাড়ী থানার এসআই ইসমাইল হোসেন তাদের বহনকারী অটোবাইকটি থামায়। অটোর পাঁচ যাত্রীর মধ্যে শাহনাজের শরীরে মাদক বাধা আছে বলে অন্যদের নামিয়ে নেন। মহিলারা কাকতিমিনতি ও বিভিন্ন পরিচয় দেওয়া সত্ত্বেও জোর করে তাদের পাশের বাড়ি নিয়ে যায়। সেখানে শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয় ওই বাড়ির মহিলার মাধ্যমে। কিছুই না পেয়ে তাদের ছেড়ে দেয়। এ সময় শাহনাজ অজ্ঞান হায়ে মাটিতে লুটেয়ে পড়লে স্থানীয়রা তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান। শাহনাজের ভাই আমিনুল ইসলাম জানান, ফুলবাড়ী থানার ওসি রাতে এ ঘটনার উপযুক্ত বিচার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু গতকাল বিকাল পর্যন্ত দায়ী এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ওসি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি শীঘ্রই এর সমাধান হবে।

সর্বশেষ খবর