শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লাগামহীন গরু বিড়ম্বনা

শেরপুর প্রতিনিধি

লাগামহীন গরু বিড়ম্বনা

গুরুত্বপূর্ণ সড়কে শুয়ে-দাঁড়িয়ে আছে গরু —বাংলাদেশ প্রতিদিন

শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিনরাত ঘুরে বেড়াচ্ছে গরুর পাল। সুযোগ পেলেই ব্যবসায়ীদের ফল, সবজি, ডাল-আটাসহ নানা পণ্যে মুখ দিচ্ছে। ফিরাতে গেলে বা কোনো রকম অসুবিধা বোধ করলেই গরুগুলো তেড়ে আসে। তখন মানুষ দৌড়ঝাপ করে নিজেকে কোনোভাবে রক্ষা করেন। সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হন নারী-শিশুরা। জানা যায়, কোনো রকম দড়ি-লাগাম ছাড়া এসব গরু যান চলাচলেও সমস্যার সৃষ্টি করছে। বিনাশ করছে সরকারি অফিস আদালত প্রাঙ্গণে লাগানো গাছ। যত্রতত্র মলমূত্র ত্যাগ করে দুর্গন্ধের সৃষ্টি করছে। দিনে এসব গরু দলছুট থাকলেও রাতে শহরের গোয়লপট্টি, থানা মোড়, রঘুনাথ বাজার, মুন্সিবাজার, নিউমার্কেট, মাধবপুর, চকপাঠক, চকবাজর এলাকায় জড়ো হয়। এ সময় ওই সব এলাকা দিয়ে পথচারী-যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এ নিয়ে পৌরমেয়রের উদ্যোগে বিভিন্ন সময় মাইকিং করে মালিকদের সাবধান করেছেন। পুলিশ কয়েকবার গরু থানায়ও নিয়েছেন। কিন্তু মালিকরা আমলে নিচ্ছে না। মেয়র জানান আজ (বৃহস্পতিবার) গরু নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে মালিকরা গরু না সামলালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থায়ই পৌর সড়কে গরু ঢুকতে দেওয়া হবে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর