শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বনবিভাগের ২০ কোটি টাকার ভুয়া কাগজে জমি রেজিস্ট্রি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় ভুয়া কাগজপত্র দেখিয়ে বাজেয়াপ্ত খতিয়ানভুক্ত ও সরকারি বনবিভাগের প্রায় ২০ কোটি টাকা মূল্যের ১১ একর জমি আট কোটি ২২ লাখ দাম ধরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। আরও ভুয়া খতিয়ানের অন্তর্ভুক্ত জমি বিক্রির পাঁয়তারা করছে একটি চক্রটি। জানা যায়, উপজেলার হবিরবাড়ি মৌজার ১৫৪ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত জমি থেকে ১১ একর জনৈক সিরাজুল ইসলাম ভালুকা সাবরেজিস্ট্রার শাহ জালালকে ম্যানেজ করে রবিন রাজন সাখাওয়াত নামে এক ব্যক্তির কাছে গত ২৩ এপ্রিল সাবকবলা দলিলে বিক্রি করে দেন। দলিলটি সম্পাদন করেন সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সবজুল ইসলাম। দলিলটিতে শনাক্তকারী বা সাক্ষীর মধ্যে ভালুকার কেউ নেই। সবাই অন্য এলাকার। এ ব্যাপারে বার বার চেষ্টা করেও সিরাজুল ইসলাম ও রবিন রাজন সাখাওয়াতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ভালুকা সাবরেজিস্ট্রার শাহ জালাল জানান, দলিল রেজিস্ট্রি করতে যা কাগজপত্র দরকার, সবই ঠিকঠাক মনে হয়েছে। হবিরবাড়ি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সিরাজুল ইসলাম যে কাগজপত্র দেখাচ্ছেন সেটি জাল। ২০০০ সালে ১৫৪ নম্বর দাগটির যৌথভাবে সীমানা নির্ধারণ হয়। ওই সময় রেকর্ডিও জমির ১৬ জন মালিক ২৮ একর ৭০ শতাংশ এবং বাজেয়াপ্ত ২১ জন মালিক ৩৯ একর ৩০ শতাংশ জমির কাগজপত্র দেখিয়ে দখল বুঝে পান। রেকর্ডিও ও বন্দোবস্তপ্রাপ্ত জমি মালিকদের মধ্যে সিরাজুল ইসলাম নামে কেউ নেই। ১৯৭১ সালে নান্দাইল সাবরেজিস্ট্রি অফিসে আগুন লেগে গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড পুড়ে যায়। এরপর থেকে একটি চক্র জালিয়াতির মাধ্যমে দলিল বানিয়ে তা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর