শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ওয়াজিউল্লার অপেক্ষায় স্বজনরা

নোয়াখালী প্রতিনিধি

ঢাকা সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণপূর্ত অধিদফতরের জারিকারক ওয়াজিউল্লা নিখোঁজের ছয় বছর পরও সন্ধান মিলেনি তার। নোয়াখালীর বেগমগঞ্জে আমান উল্ল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে তার স্বজনরা এখনো প্রিয় মানুষটির ফেরার অপেক্ষায় রয়েছেন। মার্কেট দখলকারীদের সঙ্গে বিরোধের জেরে ওয়াজিউল্লাকে ২০১১ সালের ১৪ জুলাই অপহরণ করা হয় বলে দাবি পরিবারের। বাবাকে খুঁজতে ঢাকায় গিয়ে ২০১৩ সালের ৪ জানুয়ারি বাসে পেট্রল বোমা হামলায় নিহত হন ওয়াজিউল্লার ছোট ছেলে ওহিদুর রহমান বাবু। সরকারিভাবে এর কোনো ক্ষতিপূরণ পায়নি পরিবার। বড় ছেলে মজিবর রহমান রুবেল জানান, ২০১১ সালের ১৪ জুলাই বিকালে একটি ফোন পেয়ে বংশালের বাসা থেকে বের হন তার বাবা। এরপর আর ফিরেননি।

পারিবারিক সূত্র জানায়, ওয়াজিউল্লা ১৯৯০ সালে জমি ইজারা নিয়ে ঢাকা সুপার মার্কেট নির্মাণ করেন। ২০০৭ সালে মার্কেটটি দখল হয়ে গেলে তা পূন:উদ্বারের জন্য আইনের আশ্রয় নেন। এ ঘটনার পর ২০০৯ সালে সন্ত্রাসীরা তাকে একবার অপহরণের চেষ্টা করে। তার নিখোঁজ হওয়ার পেছনে মার্কেট দখলদারদের হাত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর