শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

উপজেলা প্রশাসনের সভা বয়কট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের তিনটি সভা বয়কট করলেন ৬ ইউনিয়নের চেয়ারম্যানরা। এ নিয়ে উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, বৃহস্পতিবার ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃংঙ্খলা, চোরাচালান প্রতিরোধ এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ কমিটির পৃথক সভা শুরু হয়। এতে কোন ইউপি চেয়ারম্যান উপস্থিত হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানরা প্রথম থেকেই উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা সভাসহ বেশির ভাগ সভায় তারা থাকেন অনুপস্থিত। জেলা প্রশাসকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল মূলত প্রশাসনের। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জনপ্রতিনিধিদের নিমন্ত্রণ জানা হয় না অভিযোগটি সঠিক নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর