শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ট্রেনে কাটা পড়লেন অজ্ঞাত ব্যক্তি

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিরামপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের পরনে কালো প্যান্ট এবং ছাই রংয়ের হাফ শার্ট ছিল। তার পকেটে দিনাজপুর-নাটোরের একটি টিকিট পাওয়া গেছে। —দিনাজপুর প্রতিনিধি

চিকিৎসকের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালী পৌর এলাকার বুধবার ফাতেমা হোমিও হল ফার্মেসিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছে র‌্যাব। ফার্মেসি মালিক ডা. রফিকুল ইসলামকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দেন। —ফরিদপুর প্রতিনিধি

অজ্ঞান পার্টির সদস্য আটক

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার রাতে সদর উপজেলার খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো- আশরাফুল, দীন ইসলাম ও রাজা শেখ।—গোপালগঞ্জ প্রতিনিধি

অপপ্রচারের প্রতিবাদ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করেছেন কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফের উপজেলা কমান্ডার আবদুল মান্নান। সম্মেলনে বলা হয়, বেগমগঞ্জে ৬৩০ জন আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই করে ১২০ মুক্তিযোদ্ধার আবেদন গ্রহণ করা হয়েছে। যারা বাদ পড়েছেন তারাই অপপ্রচার চালাচ্ছেন। —নোয়াখালী প্রতিনিধি

শিক্ষার্থীদের মানববন্ধন

লক্ষ্মীপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বক্তব্য রাখেন নাজমুল হাসান, মো. আনোয়ার হোসেন ও শাহনাজ আক্তার সীমা প্রমুখ।

—লক্ষ্মীপুর প্রতিনিধি

জঙ্গিবাদবিরোধী কর্মসূচি

গোপালগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকা এবং ওলামা-মাশায়েখরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় প্রেস ক্লাবের সামনে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আনিসুর রহমান সিকদার, শান্তি মণি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।—গোপালগঞ্জ প্রতিনিধি

ইয়াবা ট্যাবলেট উদ্ধার

টেকনাফে পাচারকারীদের ধাওয়া করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

—কক্সবাজার প্রতিনিধি

পানিতে ডুবে শিশুর মৃত্যু

মায়ের সঙ্গে গরুর গোসল করাতে গিয়ে পানিতে ডুবে শুভ পাহান (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় দিনাজপুর বিরামপুর উপজেলায় বেনিপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু বিরামপুরের বেনিপুর গ্রামের সুনিল পাহানের ছেলে।—দিনাজপুর প্রতিনিধি

ভোলার বাস ধর্মঘট প্রত্যাহার

শ্রমিক নির্যাতনের সুষ্ঠু বিচারের আশ্বাসে ভোলার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা বাস মালিক সমিতির অফিস কক্ষে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। উল্লেখ্য, বুধবার বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের জেরে বাসচালককে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। —ভোলা প্রতিনিধি

ভিয়েতনামের নারিকেল চারা সম্প্রসারণ কর্মসূচি

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত দুটি নারিকেলের খাটো জাতের গাছের চারা সম্প্রসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বাদশা উপজেলা কৃষি ভবনের কৃষক প্রশিক্ষণ কেন্দে  এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে প্রায় ২৫০ জন কৃষকের মাঝে ৫৮৫টি সিয়াম গ্রীন ও সিয়াম ব্লু জাতের নারিকেল চারা সরকারি মূল্যে প্রতিটি ৫০০ টাকা করে বিক্রি করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিদেশে রপ্তানিযোগ্য এ নারিকেল ডাব হিসেবে অত্যন্ত সমাদৃত ও এ ডাবের পানি সুমিষ্ট। তিনি আরও বলেন, এ কর্মসূচি তিন বছর চলবে। —মঠবাড়িয়া প্রতিনিধি

মতবিনিময় সভা

গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা এবং ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আখতারউজ্জামান। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আলী আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সুলায়মান বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সবাইকে সমন্বিতভাবে জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে। —গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর