সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে কাভার্ড ভ্যান-ট্রাক-লেগুনার ত্রিমুখি সংঘর্ষ, নিহত ৪

বিভিন্ন স্থানে সড়কে আরও পাঁচ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম কাভার্ড ভ্যান-ট্রাক-লেগুনার ত্রিমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া চার জেলায় সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনি কাভার্ড ভ্যান-ট্রাক-লেগুনার ত্রিমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতরা হলেন— আলমগীর হোসেন, মফিজুর রহমান, মৌলিনা দাশ ও প্রদীপ কুমার নাথ। মহাসড়কের মীরসরাই অংশের সুফিয়া রোড এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বগুড়া : শেরপুর উপজেলায় বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মানিক মিয়া নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নয়জন। নিহতের পরিচয় জানা যায়নি। এদিকে বগুড়া-রংপুর মহাসড়ের চন্ডিহারা নামক স্থানে বাস-ট্রাক সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। নিহত বাসযাত্রী জয়পুরহাট জেলা সদরের নেছার উদ্দিন আহম্মেদ। কুমিল্লা : নাঙ্গলকোট পৌর এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে গতকাল রহিমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। রহিমা উপজেলার বাঙ্গড্ডা এলাকার আবুল বাশারের স্ত্রী। চকরিয়া : রাস্তায় সংস্কার কাজ করার সময় ম্যাজিক গাড়িচাপায় সড়ক বিভাগের কর্মচারী কামাল উদ্দিন নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী একতাবাজার এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। কামাল চকরিয়া পৌরসভার কাজির পাড়ার আমির হোছেনের ছেলে ও সওজের কর্মচারী ছিলেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেন্দুয়ায় গতকাল ট্রাকচাপায় মানিক মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। মানিক কেন্দুয়া এলাকার আবুল মিয়ার ছেলে। তিনি স্থানীয় মাসকো কটন মিলে চাকরি করতেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর