শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

একজন শিক্ষক দিয়ে পাঁচ বছর ধরে চলছে স্কুল

চাঁদপুর প্রতিনিধি

ডেপুটেশনে আসা মাত্র একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পাঁচ বছর ধরে চলছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চারিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে শিক্ষার আলো থেকে। জানা যায়, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ ইউনিয়নের চারিয়ানি গ্রামে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় চারিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ১০৩ জন। প্রতিষ্ঠার পর থেকে ডেপুটেশনে আসা একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে এই বিদ্যালয়ের পাঠদান। সম্প্রতি শিক্ষক পুল থেকে চারজন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও কেউ যোগদান করেনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ হাসান মোস্তফা জানান, বিভিন্ন সময়ে এখানে ডেপুটেশনে শিক্ষক যোগদান করলেও ২/৩ মাস পর বদলি হয়ে যান। আমাকে রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশনের মেয়াদ ছয় মাস হলেও আমি পাঁচ বছর ধরে এখানে আছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক জানান, এভাবে চলতে থাকলে একদিন বন্ধ হয়ে যাবে বিদ্যালয়টির সব কার্যক্রম। তখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে এলাকার শত শত গরিব-অসহায় শিশু। হাজীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয়টিতে শিক্ষক বদলি করলেও তারা সেখানে থাকতে চান না। স্কুলটি উপজেলার শেষ প্রান্তে, যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ।’

সর্বশেষ খবর