শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বদলে যাচ্ছে ভূমিসেবা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সরকারি দপ্তর-সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি-স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ ভূমি সংক্রান্ত সেবা তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বার্ষিক প্ল্যানমাফিক কাজ চলছে সিরাজগঞ্জের ভূমি প্রশাসনে। ফলে বদলে যাচ্ছে সিরাজগঞ্জের ভূমিসেবা। প্রতি উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনাররা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) সঙ্গে এক বছরে কোনো ধরনের জনসেবা এবং কি কি কর্ম সম্পাদন করবেন এ নিয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আলম জানান, একজন সহকারী কমিশনার (ভূমি) এক বছরে কি কাজ সম্পাদন করবেন এবং জনগণকে কি কি সেবা দিবেন, কি পরিমাণ রাজস্ব আদায় করবেন সেগুলোর একটি তালিকা করেছেন। তালিকা অনুযায়ী তারা তাদের কাজ বাস্তবায়ন করবেন। প্রতি চার মাস পর পর কাজের অগ্রগতির প্রতিবেদন জমা দিবেন। বার্ষিক কাজ সম্পাদনের পার্সেন্টের ওপর নম্বর দেওয়া হবে। যা কর্মকর্তার এসিআরে (গোপন প্রতিবেদনে) যোগ হবে। তিনি আরো জানান, ইতোমধ্যে এর সুফল জনগণ পেতে শুরু করেছেন। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা জানান, সরকারি কর্মকর্তাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-সরকারি অফিসের কর্মতৎপরতা বৃদ্ধি করবে।

এতে একদিকে যেমন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন হবে অন্যদিকে জনগণ কাঙ্ক্ষিত সেবা দ্রুত পাবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর