শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জলমগ্ন নোয়াখালী শহর

নোয়াখালী প্রতিনিধি

জলমগ্ন নোয়াখালী শহর

জলমগ্ন নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় —বাংলাদেশ প্রতিদিন

বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে নোয়াখালী শহর। শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ খালগুলো দখল ও সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়ায় এই সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। টানা দুই দিনের বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, সরকারি বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি জলমগ্ন হয়ে আছে। শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয় ও বাংলোর ভিতরে পানি জমে আছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল বলেন, জলাবদ্ধতা সমস্যার সমাধানে খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে পৌরসভা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত তিনদিন থেকে দ্বীপ উপজেলা হাতিয়ায় সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর