সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইলের প্রসূতি আইরিন অসুস্থ অবস্থায় শনিবার রাত ১১টায় ভর্তি হন শহরের সেবা ক্লিনিকে। সারা রাত সেখানে কাটে চিকিৎসা ছাড়াই। গতকাল সকালে অস্ত্রোপচার করে মৃত পুত্র সন্তান তুলে দেওয়া হয় স্বজনদের হাতে।

স্বজনরা অভিযোগ করেন, রাতে যখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তখন গর্ভে সন্তান জীবিত ছিলো। ভর্তির পর একটি স্যালাইন দেওয়া ছাড়া আর কোনো তৎপরতা ছিল না। চিকিৎকদের অবহেলার কারণেই মারা গেছে নবজাতক। আইরিন শহরের উত্তর মোড়াইলের আমেরিকা প্রবাসী রিয়াজুল ইসলামের স্ত্রী। হাসপাতাল মালিক ডাক্তার বজলুর রহমান জানান, ওই রোগী ভর্তি হয়েছিলো রাত সাড়ে ১২টার দিকে। তখন কোনো গাইনি বিশেষজ্ঞ বা অ্যানেসথিস্ট আসে না। তাছাড়া রোগীর ডেলিভারি হওয়ার সময়ও বাকি ছিল এক মাস।

সর্বশেষ খবর