শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গৃহবধূকে এসিড নিক্ষেপ

  গাজীপুরের কালিয়াকৈরে আইরিন আক্তার নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার কোটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এসিড তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর মেয়ে। ওই গৃহবধুর মা জাহেদা বেগম জানান, আমার মেয়ের ওপর তার সাবেক স্বামী বশির এসিড নিক্ষেপ করেছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। কালিয়াকৈর থানার এসআই ওসমান গনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।—কালিয়াকৈর প্রতিনিধি

 

অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজের) জায়গা দখল করে গড়ে উঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। —সোনারগাঁ প্রতিনিধি

 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম রমজান হোসেন ওরফে মকবুল (৫৩)। তার বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায়। কারাগারের সুপার মিজানুর রহমান জানান, ২০১৩ সালে টঙ্গী মডেল থানার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রমজান প্রায় এক বছর ধরে এই কারাগারে ছিলেন।  —গাজীপুর প্রতিনিধি

 

প্রাণনাশের হুমকি

কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানার ওসি ও সহকারী পুলিশ সুপার (হোমনা) বরাবর নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে। আক্তার জানান, জাহাঙ্গীর, তমিজ উদ্দিন, মোরশেদ, রফিক এলাকায় চাঁদাবাজি, চুরি, মাদকসহ নানা অপকর্মে জড়িত। তিনি তাদের অবৈধ কাজে বাধা দেওয়ায় তারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি জানান। —দাউদকান্দি প্রতিনিধি

 

আড়াইহাজারে বৃক্ষমেলা

আড়াইহাজার উপজেলা পরিষদ মাঠে গতকাল থেকে ৮ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। ইউএনও সুরাইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জোসনা খাতুন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা, নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন আকলিমা আক্তার। —আড়াইহাজার প্রতিনিধি

সর্বশেষ খবর