শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহক হয়রানি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর উপজেলার ভাইটকান্দিসহ বিভিন্ন ইউনিয়নের আবাসিক ও সেচ গ্রাহকদের মিটার না দেখে অতিরিক্ত বিদ্যুৎ বিল করে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। উপজেলার ভাইটকান্দি গ্রামের কৃষক মো. সাইফুল ইসলাম জানান, তার মিটারে ৭৮৩ ইউনিট থাকলেও বিল করা হয়েছে ১১ হাজার ১০০ ইউনিটের। একই গ্রামের নুরুল ইসলাম জানান, তার মিটারে রয়েছে ৩৫৩৩ ইউনিট কিন্তু বিল করা হয়েছে ১৪ হাজার ৪০০ ইউনিটের। ফুলপুর ডিগ্রি কলেজ রোডের আকিজুল ইসলামের কাছে ৭১৯ ইউনিটের বিল পাওনা থাকলেও ৭১০ ইউনিটের বিল করতে গিয়ে এক শূন্য বাড়িয়ে তার বিল করা হয়েছে ৭১০০ ইউনিটের। পরে বিভিন্নজনের সুপারিশ নিয়ে বার বার বিদ্যুৎ বিভাগের দ্বারস্থ হলেও অদ্যাবধি ঠিক হয়নি তার বিল। প্রতি মাসে যোগ হচ্ছে তার নামে বড় অঙ্কের ভ্যাট। ভাইটকান্দি গ্রামের বেশ কয়েকজন কৃষকের অভিযোগ,  মিটার লাগানো সত্ত্বেও মিটার না দেখে অতিরিক্ত বিল করে থাকে বিদ্যুৎ কর্মকর্তারা। মিটার দেখে সঠিক বিল করার আবেদন জানিয়ে ভাইটকান্দির শরীফুল ইসলাম অনুরোধ করলে পলাশ নামে এক কর্মকর্তা বলেন, আমরা মিটার দেখে বিল করি না। এক্সিকিউটিভ ই্ঞ্জিনিয়ার শাহ আলম বলেন, বিলের কাগজটা নিয়ে এলে ব্যবস্থা নেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর