রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কালীগঙ্গার ভাঙন ঠেকাতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষ। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় নবগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাছবারইল গ্রামের বটতলা এলাকার নারী-পুরুষসহ কয়েক শ মানুষ। এ সময় বক্তব্য দেন নবগ্রাম ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জগলুল কবীর মিল্টন প্রমুখ। বক্তারা বলেন, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীর গর্ভে গত ২০ বছরে পাছবারইল, ছোটবারইল, বেংরুই ও দিঘুলিয়া গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এ মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী দুই বছরের মধ্যে নবগ্রাম ইউনিয়ন পরিষদ, মানিকগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়ক, মসজিদ, স্কুল, ঐতিহ্যবাহী বারইল বাজার বিলীন হয়ে যাবে। তারা ভাঙন ঠেকাতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সর্বশেষ খবর