মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
দিয়াজ হত্যা

অবশেষে গতি ফিরল মামলার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে গতি ফিরল মামলার

দীর্ঘ নয় মাস পর চট্টগ্রামের সেই আলোচিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার গতি ফিরেছে। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লিখিত ‘হত্যাকাণ্ডের ক্লু ধরেই নতুন তদন্ত কাজ শুরু করেছে সিআইডি। এর আগে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করায় এ চাঞ্চল্যকর মামলাটি থেমে গিয়েছিল। তবে এ অবস্থায় মামলার সঙ্গে প্রথম ময়নাতদন্তে কেন ‘আত্মহত্যা’ উল্লেখ করা হয়েছিল সেটিও তদন্তের কথা বলেছেন সিআইডি কর্মকর্তারা। জানা যায়, গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসা  থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ দিয়াজ আত্মহত্যা করেছে বলে বক্তব্য দিলেও শুরু থেকেই তার পরিবার অভিযোগ করে আসছিল, দিয়াজকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগ প্রথম দফা ময়নাতদন্ত সম্পন্ন করে। তারা আত্মহত্যা বলে প্রতিবেদন দিলে প্রত্যাখ্যান করে পরিবার। ২৪ নভেম্বর দিয়াজের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করা হয়। দিয়াজ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক। দিয়াজ সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর