মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চৌহালীর সেই বাঁধে ফের ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি

শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষায় যমুনা নদীতীর সংরক্ষণে বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। এ নিয়ে গত তিন মাসের ব্যবধানে বাঁধটির বিভিন্ন পয়েন্টে মোট দ্বাদশ বারের মতো ধস ও ভাঙন দেখা দিল। সোমবার দুপুর ১টার দিকে খাস কাউলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে বাঁধটির অন্তত ২৫ মিটার এলাকা ধসে যায়। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ২০১৫ সালে যমুনা নদীর ভাঙন থেকে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ শুরু হয়। ইতোমধ্যে এ প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। এর মধ্যে ১১ দফায় এ প্রকল্পের বিভিন্ন পয়েন্টে প্রায় এক কিলোমিটার এলাকা ধসে যায়। সর্বশেষ সোমবার দুপুর থেকে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ধস শুরু হয়। ধীরে ধীরে বাঁধের ২৫ মিটার এলাকা ধসে যায়।

সর্বশেষ খবর