বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঘুষ ছাড়া বেতন ওঠে না শিক্ষকদের!

নজরুল ডিগ্রি কলেজ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে নজরুল ডিগ্রি কলেজের শিক্ষকদের। অভিযোগ রয়েছে কলেজের সভাপতি সাবেক এমপি মাওলানা রুহুল আমীন মাদানী তার দাবি পূরণ ছাড়া কোনো চেকে স্বাক্ষর করেন না। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা। বেতন ভাতা উত্তোলনের জন্য সভাপতি স্বাক্ষর নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় কলেজটির ৪৫ শিক্ষক-কর্মচারীকে। জানা যায়, ২০১৬ সালের ৩ মে মাদানীকে নজরুল কলেজের সভাপতি মনোনীত করে জাতীয় বিশ্বদ্যািলয়। এর পর থেকে তিনি কলেজের বিভিন্ন ফান্ড থেকে টাকা উত্তোলনসহ নানা অনিয়ম করে আসছেন। গত ১৮ মে ৫০ শিক্ষক-কর্মচারী জরুরি সভা ডেকে ঘুষ দিয়ে বেতন উত্তোলন করবেন না মর্মে সিদ্ধান্ত নেন। যা রেজুলেশন আকারে প্রকাশ করা হয়। ২০১৬ সালের জুলাই মাসের বেতন উত্তোলনের জন্য সভাপতির কাছে চেক পাঠালে তিনি নানা অজুহাতে শিক্ষকদের হয়রানি করতে থাকেন। উপায় না দেখে একপর্যায়ে শিক্ষকরা জুলাই থেকে সেপ্টেম্বরের বেতন উত্তোলন বাবদ এক লাখ, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এক লাখ ও জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত বেতনের জন্য ৩০ হাজার টাকা প্রদান করেন। অভিযোগের বিষয়ে রুহুল আমীন মাদানী বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দেওয়া হয়েছে তা একশ ভাগ মিথ্যা। রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এমনটি করা হচ্ছে।’ পরিচালনা পরিষদ সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘ঘুষ দিয়ে শিক্ষকরা বেতন নেবেন না বলে একটি সিদ্ধান্তের কপি আমি দেখেছি। বিষয়টি দুঃখজনক’।

সর্বশেষ খবর