বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গাজীপুরে টাটা গাড়ি মেলা উদ্বোধন

গাজীপুরের মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকায় নিটল-নিলয় গ্রুপের বাণিজ্যিক পরিবহনের ডিসপ্লে সেন্টার ও টাটা গাড়ি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ, টাটা মটরসের বাংলাদেশ প্রধান জিতেন্দ  বাহাদুর, তানভির শহীদ, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সুলতান উদ্দিন সরকার প্রমুখ।

—গাজীপুর প্রতিনিধি

দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

আশুলিয়ার পলাশবাড়িতে চাঁদাবাজি করার সময়  দুই  ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র ও কিছু আনুষঙ্গিক মালামাল উদ্ধার করা হয়। আটকরা হলো রুবেল আহম্মেদ ও অনিক মাহমুদ। রুবেলের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দেওবৈ গ্রামে এবং অনিক গোপালগঞ্জের চরমানিকদা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। —সাভার প্রতিনিধি

কঙ্কাল উদ্ধার

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার একটি আবাদি জমি থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল পৌর এলাকার লামা নিদনপুর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিকে, কঙ্কালটি বিয়ানীবাজারের সুপাতলা গ্রামের হেলাল উদ্দিনের (৫০) বলে ধারণা করছেন তার স্বজনরা। মাসখানেক আগে তিনি নিখোঁজ হন।

—নিজস্ব প্রতিবেদক, সিলেট

ট্রেনে কেটে  মৃত্যু

জয়পুরহাট ট্রেনে কেটে হাবিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদরের নারায়ণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান নারায়নপাড়া এলাকার মৃত নূরুল আমিনের ছেলে।  —জয়পুরহাট প্রতিনিধি

ট্রেনের ছাদে ভ্রমণ করায় আটক

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের অভিযোগে ৫০ যাত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযানের অংশ হিসেবে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ময়মনসিংহগামী বিজয়, চাঁদপুরগামী সাগরিকা, ঢাকাগামী চট্টলা ও কর্ণফুলী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। —কুমিল্লা প্রতিনিধি

১৩ মামলা থেকে অব্যাহতি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা ১৩ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ২০১৪ সালে দায়ের হওয়া এসব মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে দুদক। ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ উল্লেখ করে আদালত তাঁকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মাহবুবুজ্জামান আহমেদ মামলা দায়েরের পর থেকেই এগুলো মিথ্যা হিসেবে দাবি করে আসছিলেন। —লালমনিরহাট প্রতিনিধি

পতিতা পল্লী থেকে উদ্ধার

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ফরিদপুর শহরের রথখোলা পতিতা পল্লী থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে। এ সময় পল্লীর বাড়ীওয়ালীসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। চাকরির প্রলোভন দেখিয়ে কুমিল্লা, হবিগঞ্জ ও ভোলা জেলা থেকে ওই তিন কিশোরীকে পতিতা পল্লীতে এনে বিক্রি করে দেয় একটি চক্র।

—ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর