বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চোখের ভিতর আট পাথর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে এক রোগীর অপারেশন করে আটটি পাথর বের করেছেন চিকিৎসক। তাত্ক্ষণিক বিষয়টি ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট বিভাগকে জানালে তারা বলেন, দেশে এটি চক্ষুবিজ্ঞানে বিরল ঘটনা। একটি চোখ থেকে অপারেশন করে আটটি পাথর বের করা সম্ভব হয়েছে। বুধবার সকালে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ইসলাম হোসেন এই অপারেশন করেন। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর গ্রামের পুতুল রানী (২৪) দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্যসেবা হাসপাতালে চক্ষু চিকিৎসক ইসলাম হোসেন সরকার তার চোখ দেখে অপারেশন করানোর পরামর্শ দেন। গতকাল দুপুরে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়। এ সময় হাসপাতালের চিফ কনসালটেন্ট, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ইসলাম হোসেন বলেন, প্রথমে চোখের নিচে ফোলা দেখে আমার টিউমার মনে হয়েছিল। পরে অপারেশন করতে গিয়ে দেখি ছোট ছোট অনেক সাদা বস্তু। পরে অপাশেন করলে আটটি পাথর বের হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর