বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আমতলীতে আউশের বাম্পার ফলন

আমতলী প্রতিনিধি

বরগুনার আমতলীতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় ভালো ফলন হওয়ায় স্বস্তিতে কৃষকরা। ধানের দাম বেশি থাকায় লোকসান গুনতে হবে না কৃষকদের। আমতলী কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার হেক্টর। কৃষকরা প্রতি বছর বৈশাখ মাসের মাঝামাঝি থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত আউশ ধান রোপণ করে। এ বছর আমতলীতে কৃষকরা বিরি-৪৮ ও বিরি-২৭ জাতের দুটি ধান রোপণ করেছে। শুরুতে বৈরী আবহাওয়া থাকলেও আউশের খেতের তেমন ক্ষতি হয়নি। ফলে আউশের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা হেক্টর প্রতি চার থেকে সারে চার টন ধান পাবে বলে আশা করছে। শ্রাবণ মাসের শেষের দিকে ধান কাটা শুরু হয়ে চলে ভাদ্র মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। কৃষকরা এখন ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত। বাজারে প্রতিমণ ধান ৮০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 ধানের দাম ভালো থাকায় এ বছর লোকসান গুনতে হবে না বলে জানান কৃষকরা।

সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা জানান আউশ ধানের ফলন ভালো হয়েছে। ২ একর ৫০ শতাংশ জমিতে আউশের চাষ করেছি। আশা করি ১০০ মণ ধান পাব। এ বছর ফলন ভালো ও ধানের দাম বেশি  থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান এ বছর ৬০ কড়া জমিতে আউশ ধানের চাষ করেছি। বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ফসল ভালো হয়েছে। 

আমতলী উপজেলা কৃষি অফিসার এসএম বদরুল আলম জানান বিগত কয়েক বছরের তুলনায় আউশের ফলন এ বছর ভালো। আশা করি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর