বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করা হয়। এতে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এই মেজবানের আয়োজন করেন।

টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুসলিমদের ও বালাডাঙ্গা স্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই মেজবানে সহযোগিতায় ছিলেন চট্টগ্রামের যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়া রান্নাসহ অন্যান্য কাজে সহযোগিতায় ছিলেন চট্টগ্রামের বিখ্যাত বাবুর্চি আলহাজ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে বয়, বেয়ারাসহ ২৬০ জনের একটি দল। গতকাল দুপুরে চট্টগ্রাম নগর        আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এই মেজবানি শুরু করা হয়। তার একান্ত সচিব জানান, মেজবানের বিষয়টি আগেই প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হয়েছিল। দপ্তর থেকে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতি বছরই টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর