মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

টাঙ্গাইলে রেল সেতুর মেরামত কাজ সম্পন্ন

পরীক্ষামূলক ট্রেন চলু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের পৌলি নদীর উপর রেল সেতুর ধসে যাওয়া অংশের মেরামত কাজ গতকাল বিকাল ৪টার দিকে শেষ হয়েছে। এরপর একটি ডেমু ট্রেন সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলানো হয়। রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, যত দ্রুত সম্ভব উত্তরবঙ্গ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে। মেরামত কাজে রেলওয়ের পাকশী ও জয়দেবপুর থেকে আসা প্রকৌশলীরা দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পৌলী রেল সেতুর অ্যাপ্রোচ সড়কের মাটি রবিবার সকাল ৬টার দিকে সরে যেতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তারা প্রশাসনকে জানান। এরপর স্থানীয় লোকজন লাল কাপড় টানিয়ে সতর্ক বার্তা প্রদর্শন করে। পরে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে লাল পতাকা দেখিয়ে থামিয়ে দেন। এর পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমের রেল যোগাযোগ বন্ধ ছিল।

সর্বশেষ খবর