শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ফেনীতে অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর মিশন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছে। এ ঘটনায় সিভিল সার্জন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালটি বন্ধ করে দেন। ফেনী শহরে কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ফেনী মিশন হাসপাতালে ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের ওমান প্রবাসী হারুনুর রশীদের স্ত্রী মুক্তাকে বৃহস্পতিবার ভোর ৩টায় ভর্তি করেন তার স্বজনরা। নিহত প্রসূতির দেবর আবু সাইদ জানান, তাদের হাসপাতালে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ছিল না। নার্সরাই ডাক্তার সেজে ডেলিভারি করতে গেলে প্রথমে নবজাতকের মৃত্যু হয়। পরে প্রসূতি মুক্তার মৃত্যু হয়। বর্তমানে লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ খবর