শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, ঝিনাইদহ, নেত্রকোনা ও বরগুনায় সড়কে প্রাণ গেছে এক স্কুলছাত্রীসহ পাঁচজনের। বগুড়া : দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত ও চালক আহত হয়েছেন। দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোছা. জেসমিন (২৭) ও তার মেয়ে সুমাইয়া (৮)। জেসমিনের স্বামী মোটরসাইকেল চালক সাজুকে (৩২) গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজু আদমদীঘি উপজেলার সান্তাহার কাশশিল্লা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। চট্টগ্রাম : মহানগরীর দুই নম্বর গেট এলাকায় গতকাল ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় নবম শ্রেণির ছাত্রীকে চাপা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ছাত্রী। নিহত তিন্নি নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকার আবু আহমেদের মেয়ে। ঝিনাইদহ : কালীগঞ্জ উপজেলার উপজেলার কেয়াবাগান নামক স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) মহিলা নিহত হয়েছেন। অপরদিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলায় রাস্তার পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। চুয়াডাঙ্গা : সদর উপেজেলার ভিমরুল্লায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে লাল্টু নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নেত্রকোনা : নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল শাহিনুর আলম নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক শাহাবুদ্দিন। গত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাংলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরমাদাখালি গ্রামের সোহরাওয়ার্দির ছেলে।

সর্বশেষ খবর