শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

নাটোরে ৫০ শিয়াল নিধন

নাটোরের সিংড়ায় গত দুদিনে অর্ধশতাধিক শিয়াল মেরে ফেলেছে এলাকাবাসী। এর মধ্যে গতকাল উপজেলার ইতালির শ্রিকোল গ্রামেই ২০টি শিয়াল পিটিয়ে মারা হয়েছে। পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এমরান আলী রানা ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ শিয়াল নিধন বন্ধে সবার প্রতি আহ্বান জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ তালুকদার বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। —নাটোর প্রতিনিধি

 

লাখো কণ্ঠে শপথ

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে এবং দুর্নীতি প্রতিরোধে একযোগে লাখো কণ্ঠে শপথ নিয়েছেন পঞ্চগড় জেলার শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই শপথ অনুষ্ঠিত হয়। অংশ নেন ৩৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৪৩ হাজার ৯২০ জন ছাত্রছাত্রী। —পঞ্চগড় প্রতিনিধি

 

ইন্দেরহাট লঞ্চঘাটে আবারও ভাঙন

আবারও ভাঙনের মুখে পড়েছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট লঞ্চঘাট। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত এই ভাঙনে দুটি দোকানসহ ঘাটের আশপাশে জমি সন্ধ্যা নদীতে বিলীন হয়ে যায়। জানা যায়, উপজেলার দক্ষিণ কৌড়িখাড়া লঞ্চঘাট ও আশপাশের এলাকা প্রতি বছর ভাঙনের কবলে পড়ে।

—পিরোজপুর প্রতিনিধি

 

দুর্গতদের সাহায্যে সঙ্গীতানুষ্ঠান

রূপগঞ্জের পার্শ্ববর্তী ডেমরায় গতকাল এমএ ছাত্তার উচ্চবিদ্যালয়ের মাঠে বন্যাদুর্গতদের সাহায্যার্থে সঙ্গীতানুষ্ঠান হয়েছে। মাহমুদুল হাসান পলিনের আয়োজনে শামীম আহম্মেদের সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করে কুঁড়ের ঘর ব্যান্ড ও এফএম ২০১০ ব্যান্ড। আলহাজ এমএ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান মোল্লা এমপি। উপস্থিত ছিলেন সোহরাব হোসেন শিকদার, শাহানাজ হোময়ারা আক্তার, আব্দুস সালাম, মো. আব্দুল মোতালেবসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর