শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দেশের কল্যাণে সবাইকে কাজ করা উচিত

মুফতি ফয়জুল্লাহ

দিনাজপুর প্রতিনিধি

ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, এখনই রাজনৈতিক প্রেক্ষাপট মূল্যায়ন অথবা রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে মনে হচ্ছে, বর্তমানে খুব ঘোলাটে অবস্থা বিরাজ করছে। যে অবস্থাটা আমার মনে হয় চলা উচিত না। আমরা সবাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সবাই দেশকে ভালবাসি। এই ভালবাসা থেকেই আমাদের সবাইকে একযোগে কাজ করা উচিত। একটা সমঝোতার পরিবেশ সৃষ্টি ও সবার মধ্যে একটা সমন্বয়ের মনোভাব থাকা উচিত। আমাদের সবার আগে দেশ, মানুষ ও ইসলামকে অগ্রাধিকার দেওয়া উচিত।

দিনাজপুর জেল রোডে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণের আগে এই প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

ঢাকার লালবাগ জামিয়াতুল কোরআনিয়া আরাবিয়া মাদরাসার ব্যবস্থাপনায় ও ইসলামী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই ত্রাণবিতরণ করা হয়।

 

সর্বশেষ খবর