রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মৃগি নদীতে নৌকাবাইচ হাজারো মানুষের ভিড়

শেরপুর প্রতিনিধি

মৃগি নদীতে নৌকাবাইচ হাজারো মানুষের ভিড়

জেলার নকলা উপজেলার মৃগি নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে তুফান, টাইগার, চোখের পলক, মায়ের দোয়া, ঘূর্ণিঝড়, সবার দোয়া, হযরত শাহ জালাল ইত্যাদি নামে  ২০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৫০ হাজারেরও বেশি নারী-পুরুষ মৃগি নদীর পাড়ে জড়ো হয়।

নৌকাবাইচকে কেন্দ  করে নদী পাড়ে নানা পণ্যের মেলা বসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন, চন্দ কোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, যুবলীগ নেতা নূরে আলম ছিদ্দিকি প্রমুখ।

জনপ্রিয় খেলা নৌকাবাইচ মাঝখানে বন্ধ থাকলেও এখন নিয়মিত চলবে বলে জানান

আয়োজক কমিটির সভাপতি চন্দ কোনা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাজু সাঈদ সিদ্দিক।

সর্বশেষ খবর