রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে প্রাণহানি কমাতে তালের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘বেশি করে তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান’ শ্লোগানে বরিশাল সদর উপজেলার ৯০টি গ্রামীণ সড়কে একযোগে তালের চারা রোপণ করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চরকাউয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডে তালের চারা রোপণ করে গতকাল কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এ সময় উপস্থিত মনোয়ারুল ইসলাম অলি, রেহেনা বেগম, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম প্রমুখ। এই কর্মসূচির আওতায় গতকাল সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যের মাধ্যমে ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের ৯০টি গ্রামীণ সড়কে একযোগে ৫০ হাজার তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়। বজ পাত থেকে মানুষ রক্ষার জন্য এই তালের চারা রোপণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে এবং বাড়ির আঙিনায় তালগাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর