রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আ.লীগ নেতাকে ‘বিএনপি মাসুদ’ উল্লেখ করে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের চর আলগী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদকে ‘বিএনপি মাসুদ’ উল্লেখ করে মামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী। মামলায় আরও দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়। এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক মিছিলের কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতিকালে স্থানীয় বড়ইতলা বাজারে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে  হামলা ভাঙচুর এবং গুলির ঘটনা ঘটে। এতে নাজিম উদ্দিন নামে এক কর্মী গুলিবিদ্ধ হন। পরে তিনি শনিবার সকালে থানায় মামলা করেন। গফরগাঁও থানা আ.লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল জানান, ক’দিন আগেও বিএনপি-জামায়াতের পেট্রল বোমায় দগ্ধ রাকিবকে আর্থিক সহায়তা করেন মাসুদ চেয়ারম্যান। আজ তাকেই বিএনপি বানিয়ে মামলা করা হয়েছে। পৌর মেয়র ইকবাল হোসেন সুমন বিস্ময় প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা নিয়ে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এজাহারে তিনিই এখন বিএনপি মাসুদ। বিষয়টি খুবই দু:খ জনক। এজাহারটি ওসি সংশোধন করে দিতে পারতেন।

গফরগাঁও থানার ওসি একে এম মাহবুবুল আলম বলেন, বিএনপি মাসুদ বলায় আমার কাছেও বিষয়টি খারাপ লেগেছে। তবে এজাহারে উনারা যেভাবে লিখেছেন সেভাবেই মামলাটি নিতে হয়েছে। এখানে আমার কিছু করার নেই।

সর্বশেষ খবর