রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দুই মাস কোনো কিস্তি আদায় নয় : পলক

নাটোর প্রতিনিধি

চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় বন্যাদুর্গতদের কাছে আগামি দুই মাস কোনো এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না। যদি কেউ টাকার জন্য চাপ সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার নাটোরে সিংড়া উপজেলার ডাহিয়া, ইটালী, বিয়াশসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন- ওহিদুর রহমান শেখ, আবুল কালাম প্রমুখ।

জুনাইদ আহমেদ পলক বলেন, বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তরা অর্থনৈতিকভাবে সচ্ছল হলেই কেবল কিস্তির টাকা পরিশোধ করবেন। তার আগে কেউ কোনো টাকা দিবেন না। তিনি বলেন, বন্যায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসন করা হবে। তিনি আরো বলেন, গত দুই সপ্তাহ ধরে সিংড়ায় ২৬টি আশ্রয় কেন্দে  তিনবেলা করে খাবার দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর