রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বঙ্গবন্ধুর সমাধিতে পৌর মেয়রদের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে গতকাল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন পৌরসভা মেয়রদের কেন্দ ীয় সংগঠন (ম্যাব)। ম্যাবের কেন্দ ীয় সভাপতি ও বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ সারা দেশের পৌর মেরররা এ সময় উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে শোক সভার আয়োজন করেন।

—গোপালগঞ্জ প্রতিনিধি

দুই বখাটের দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীনগর পৌর এলাকার ফয়সাল আহম্মেদ তপু (২২) ও ভৈরবের মুসা (২৫)।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সেলাই মেশিন বিতরণ

কোটালীপাড়ায় শনিবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) আয়োজিত দরিদ্র নারীদের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বাপার্ডের মহাপরিচালক মো. আবু সাইদ ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করেন। ড. মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাফেজা বেগম, আব্দুল গনি মিনা, মিজানুর রহমান বুলু, গাজী তাহমিনা বক্তব্য রাখেন। —গোপালগঞ্জ প্রতিনিধি

লঞ্চে অতিরিক্ত যাত্রী নয়

আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে বিশেষ সভা করেছে ঝালকাঠি জেলা পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল পুলিশ সুপার জোবায়েদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বাস-লঞ্চের মালিক, শ্রমিক, পশু হাটের ইজারাদার, ৪ থানার ওসি ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।  পুলিশ সুপার বলেন, বাস লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। সন্দেহভাজন কোনো যাত্রী বা কিছু পরিবহনের সন্দেহ হলে পুলিশকে জানাতে হবে। —ঝালকাঠি প্রতিনিধি

নবীনগরে জাপার কর্মিসভা

সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগরের লাউরফতেহপুরে জাতীয় পার্টি কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের উপদেষ্টা কাজী মামুন। খন্দকার জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপা নেতা মোশারফ হোসেন, সৈয়দ মোকাব্বেরসহ স্থানীয় নেতারা। কাজী মামুন বলেন, দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগের প্রতি অতিষ্ঠ। মানুষ এরশাদ শাসনামলে ফিরে যেতে যায়। 

—ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

গৃহবধূকে কুপিয়ে জখম 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় তানিয়া ভূঁইয়া (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার সরকারপাড়া এলাকায়।

—রূপগঞ্জ প্রতিনিধি

মধুখালীতে সদস্য সংগ্রহ

ফরিদপুরের মধুখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে্। গতকাল মধুখালীর থানারোডস্থ গাড়াখোলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। আবদুল আলিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। —ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর