সোমবার, ২৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সমাবেশ করতে পারেনি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট

ফরিদপুর প্রতিনিধি

প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় গতকাল ফরিদপুরে নির্ধারিত ত্রিবার্ষিক প্রতিনিধি সম্মেলন করতে পারেনি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। পরে দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া। মাহাবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ সেলিম মিঞা। অভিযোগ করা হয়, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দাবি সামনে রেখে ফরিদপুরে সম্মেলনের আয়োজন করা হয়। ১৮ দিন আগে এ বিষয়ে প্রশাসনের অনুমতির জন্য আবেদন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে বলে বলা হলেও একদিন আগে অনুমতি না দেওয়ার কথা জানায়। এতে শিক্ষক-কর্মচারীরা মর্মাহত হয়েছেন। সংবাদ সম্মেলন শেষে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতা সেলিম ভুইয়া বলেন, ‘শিক্ষামন্ত্রী কখনোই ভালো ছাত্র ছিলেন না। তার কাছ থেকে জাতি ভালো কিছু আসা করতে পারে না। আমরা শিক্ষামন্ত্রীকে কি বোঝাতে চাইছি তিনি তার কিছুই বুঝতে পারছেন না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর