বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ বিজিবি সদস্যসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে। যশোরের ঝিকরগাছা ও ঢাকার সাভারে সড়কে প্রাণ গেছে বিজিবি সদস্যসহ দুজনের। এছাড়া মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : গোদাগাড়ীর মহিষালবাড়ি সিঅ্যান্ডবির মোড় ও শহীদ ফিরোজ চত্বরে সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন— গোদাগাড়ী উপজেলার উজানপাড়ার আবদুল আজিজের ছেলে আফসার (৭৫) ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের জালাল আলীর ছেলে জাহিদ (২০)। এদিকে মোহনপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম সেলিম হোসেন (৫০)। তিনি পবা থানায় বিশেষ গোয়েন্দা (ডিএসবি) শাখায় কর্মরত ছিলেন। এ ঘটনায় এসআই কাইয়ুম খান আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া নগরীর শিরোইলে বাস-অটোরিকশা সংঘর্ষে এক নারী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের নাম রুবিনা (৩২)। তিনি ওই এলাকার মিনারুল হোসেনের স্ত্রী। যশোর : ঝিকরগাছায় যশোর-বেনাপোল সড়কের হাজিরালী এলাকায় ভোরে বাসচাপায় মফিজুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি ৫১ ব্যাটালিয়নে ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি মণিরামপুর উপজেলায়। স্বজনরা জানান, স্ত্রী ঝিকরগাছায় থাকায় মফিজুল ঈদের ছুটিতে সেখানে যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে বাস থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান ও ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হন। সাভার : ঢাকার আশুলিয়ায় বাসচাপায় সাইফুল ইসলাম (২৭) নামে এক গার্মেন্ট কর্মীর মৃত্যু হয়েছে। বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের ঘোষবাগে দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ঘোষবাগ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ডিকে ডিজাইন ফ্যাশনের সুপার ভাইজার সাইফুল। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর সমষপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল। বাকিদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর