বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ছাদ ধসে চার শ্রমিক নিহতের ঘটনা তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছাদ ধসে চার শ্রমিক নিহতের ঘটনা তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে চারজন নিহতে ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামছুল হক বলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহনুর আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী, মালিক ও শ্রমিকদের বক্তব্য গ্রহণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, সোমবার আশুগঞ্জের বাহাদুপুরে নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে চার শ্রমিক নিহত ও কয়েকজন আহত হন।

সর্বশেষ খবর