বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

গাইবান্ধা ও নওগাঁ প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

নওগাঁর মান্দায় বসুন্ধরা গ্রুপের ত্রাণ নিচ্ছেন এক বৃদ্ধা —বাংলাদেশ প্রতিদিন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বন্যার্তদের মধ্যে গতকাল বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট ত্রাণসামগ্রী বিতরণ করে। কাশিয়াবাড়ি স্কুল মাঠে ১ হাজার পরিবারের মধ্যে এই ত্রাণসামগ্রী  বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, শাড়ি, লুঙ্গি, মোমবাতি, দেয়াশলাইসহ বিভিন্ন সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ি থানার ওসি (তদন্ত) নবীউল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার প্রধান বিপ্লব, বসুন্ধরা সিমেন্টের এজিএম  (সেলস) জিয়ারুল ইসলাম, কিংব্রান্ড সিমেন্টের এরিয়া ম্যানেজার (সেলস) সামিউল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার সাহাদৎ হোসেন, পরিবেশক আল আমিন, সায়েমুল ইসলাম, আলহাজ আতিয়ার রহমান প্রমুখ। এদিকে গতকাল বিকালে নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ১ হাজার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণের সময় রাজশাহী ডিভিশনালের সেলস ম্যানেজার মাসুম বিল্লাহ, আশিক আহমেদ, এরিয়া সেলস ম্যানেজার সোহেল রানা, নুরুজ্জামান, টেরিটোরি সেলস এক্সিকিউটিভ মিজানুর রহমান, নাজমুল হক, সেলিম রানা, ওয়াসেক আল মামুন, নুরুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নওগাঁর প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বন্যার্ত ১ হাজার মানুষের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতিজনকে চাল, আটা, চিঁড়া, বিস্কুট, পানি, গুড়, দিয়াশলাই, ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।

সর্বশেষ খবর