বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
চার হত্যা-অপহরণ মামলার রায়

একজনের ফাঁসি যাবজ্জীবন ১১

প্রতিদিন ডেস্ক

নেত্রকোনা, সিলেট, মেহেরপুর, মুন্সীগঞ্জে হত্যা ও অপহরণের চারটি মামলার রায় হয়েছে গতকাল। এ সব মামলায় একজনকে ফাঁসির আদেশ ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— নেত্রকোনা : পরকীয়ার জেরে কেন্দুয়ায় সম্রাজ মিয়া হত্যা মামলায় দিলোয়ার ওরফে দিলু নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুপিয়ে সম্রাজকে খুন করে দিলোয়ার। কিশোরগঞ্জ : ভৈরবে স্ত্রী হত্যার দায়ে স্বামী রমজান আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ। সিলেট : বিশ্বনাথ উপজেলায় ওলিউর রহমান জলিল নামে দিনমজুর হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিলেটের একটি আদালত। ওই দিনমজুরকে ২০১২ সালে হত্যা করা হয়। মেহেরপুর : গাংনীতে কুষক নুরুল হুদা খুনের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। মুন্সীগঞ্জ : সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া গ্রামের হামিদা আক্তার হেলেনা হত্যায় অপহরণ মামলায় দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন— মোজাম্মেল (৩০) ও লিঞ্জু বেগম (২৮)। গতকাল বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খোন্দকার হাসান মো. ফিরোজ এই রায় দেন।

সর্বশেষ খবর