বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভালুকায় নিহত ‘জঙ্গি’ আলমের স্ত্রী রিমান্ডে

ময়মনসিংহ ও নাটোর প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত আলমের স্ত্রী পারভীন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মঙ্গলবার সন্ত্রাস ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ। মামলায় পারভীন ও আজিম উদিনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।  জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নিহত আলম জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য ছিল। রবিবার বিকালে ভালুকার হবিরবাড়ীর কাশর গ্রামের আজিম উদ্দিনের বাড়ি শেখ ভিলায় বোমা বিস্ফোরণে আলম নিহত হন। আজিমের বাড়িটি আলম ভাড়া নিয়েছিলেন। তিনি নাটোর সদরের তেলকুপি গ্রামের আবুল কালামের ছেলে। নিহত আলমের বাবা আবুল কালাম জানান, গত এপ্রিলে অটোরিকশা কেনার জন্য তার কাছে এক লাখ টাকা চেয়েছিল। তিনি তা দিতে পারেননি। ক্ষুব্ধ হয়ে গত ৭ এপ্রিল স্ত্রী পারভিন এবং ছেলে ইব্রাহিম (৯ বছর) ও ইস্রাফিলকে (৮ মাস) নিয়ে বাড়ি ছাড়েন। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ ছিল না। গত ৬ জুলাই নাটোর থানায় জিডি করেন। ২৮ আগস্ট সকালে পুলিশের কাছ থেকে তিনি ছেলের মৃত্যুর খবর পান। পুলিশ বলছে— আলম বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তার স্ত্রী পারভীনকে নেওয়া হয়েছে রিমান্ডে। সঙ্গে রয়েছে দুধের সন্তান ইস্রাফিল। অপর সন্তান ইব্রাহিম ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।

‘লাশ শনাক্ত হওয়ার পর সিদ্ধান্ত নেব : নাটোর সদর উপজেলার চক আমহাটি গ্রামের আলম প্রামাণিকের বাবা নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের রসায়ন বিভাগের অফিস সহায়ক আবুল কালাম প্রামাণিক বলেন, লাশ শনাক্ত হওয়ার পরই সিদ্ধান্ত নিবো বেটার লাশ নিবো কি নিবো না।’ তিনি আরও বলেন, তার ছেলে নাটোরের মহারাজা জেএন উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়েছে। পরে রাজমিস্ত্রি ও মাঠের কাজ করেছে। বিয়ের পর বাস ও ট্রাক চালাতো।

সর্বশেষ খবর