সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজনের প্রাণহানি

নেত্রকোনা ও ময়মনসিংহ প্রতিনিধি

নেকোনার কেন্দুয়া উপজেলায় হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক রতন মিয়া (৩৬) মারা গেছেন। উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বাত্থরিয়া হাওরে গতকাল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ রতন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সদর উপজেলার কারলি গ্রামে বজ্রপাতে মোফাজ্জল হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মোফাজ্জল স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া মদন উপজেলার বাঘমারা গ্রামে একই দিন বজ্রাঘাতে নিহত হয়েছেন মিলন খান (২০) নামে এক জেলে। মিলন ওই গ্রামের খাজালি খানের ছেলে। এদিকে ময়মনসিংহে বজ্রপাতে নৌকার মাঝি নিহত হয়েছেন। শনিবার রাতে শহরের ব্রহ্মপুত্র নদে থানার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বিশু মিয়া। পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে নৌকায় তিনজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন বিশু মাঝি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিরা অক্ষত রয়েছেন।

সর্বশেষ খবর