মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বজ্রপাতে তিন কৃষক ও এক স্কুলছাত্র নিহত

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে মাগুরা, ঝালকাঠি ও নাটোরে তিন কৃষক এবং ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন।

মাগুরা প্রতিনিধি জানান— সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত ও অপর দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন ওই গ্রামের ওলিয়ার (২৫) ও সুজন (২৬)। অন্যদিকে একই সময় ওই গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে বজ্রপাতে আকিদুল ইসলাম (৫০) ও ইমরান হোসেন (৩০) নামে দুজন বজ্রপাতে আহত হন। ঝালকাঠি প্রতিনিধি জানান— জেলার কাঁঠালিয়ার জাঙ্গালিয়া গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে নজরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত নজরুল ওই গ্রামের আবদুর রশীদের ছেলে। নাটোর প্রতিনিধি জানান— জেলার লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আজবার আলী (৪৮) নামের এক কৃষকের মৃতু হয়েছে। তিনি ওই গ্রামের নবীর উদ্দিনের ছেলে। বোয়ালমারী (ফরিদপুর) : উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বজ্রপাতে নাঈম শেখ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নাঈম সোমবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ির পাশে ফাঁকা মাঠে বৃষ্টির মধ্যে অন্য ছেলেদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর