রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়কে ঝরল চার প্রাণ

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট, শরীয়তপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। শুত্রবার রাত ও গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বাগেরহাট : ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আট বাসযাত্রী। বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতায় শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হতাহতদের বাড়ি বাগেরহাটের শরণখোলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। শরীয়তপুর : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কামরান ব্যাপারী (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শরীয়তপুর-চাঁদপুর সড়কের রুদ্রকর এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরান শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপারা গ্রামের সেলিম বেপারীর ছেলে।

টাঙ্গাইল : টাঙ্গাইল পৌর এলাকার কাগমারী ব্রিজের কাছে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছেন।  শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মেহেদী পৌর এলাকার দিঘুলীয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর