রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
রোহিঙ্গাদের মালামাল লুট

সাবেক মেম্বার আটক

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মালামাল লুট ও নির্যাতনের অভিযোগে টেকনাফের শাহপরীর দ্বীপের সাবেক মেম্বার ইসমাঈলকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল আটকের বিষয়টি নিশ্চিত করেন।

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন জানান, ইসমাইল রোহিঙ্গাদের মিয়ানমার থেকে এ দেশে ঢুকিয়ে জনপ্রতি ১০ হাজার টাকা আদায় করে। যারা দেন না তাদের নৌকায় নির্যাতন করে। ছিনিয়ে নেয় টাকা-মালামাল। কখনো নৌকায় রোহিঙ্গাদের সঙ্গে ধস্তাধস্তির কারণে নৌকা ডুবে যায়। এতে মারা যান অনেক শরণার্থী। এছাড়া ইসমাঈলের ছত্রচ্ছায়ায় তার ভাই জিয়াবুল ও সৈয়দ প্রতি রাতে শাহপরীর দ্বীপ জেটি এলাকা থেকে মোটা অংকের বিনিময়ে রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের এপারে নিয়ে আসছে। পরে তাদের কাছ থেকে মালামাল লুট ও অমানবিক আচরণ করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর