রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ময়মনসিংহ মেডিকেল কলেজ

নিরাপত্তা দাবিতে ক্লাস বর্জন, ফটকে তালা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হোস্টেলে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন শুরু করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। কলেজ ফটকের সামনে গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রীরা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজের বাঘমারায় ছাত্র এবং ছাত্রী হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা, সিসি ক্যামেরা ও পুলিশ ক্যাম্প স্থাপন, সীমানাপ্রাচীর উঁচুকরণ ও বহিরাগতদের অবাধ চলাচল বন্ধের দাবি করে আসছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জন ও আন্দোলন কর্মসূচি চলবে। মমেক অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার (আজ) কলেজে একডেমিক কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ে আলোচনা করা হবে। ময়মনসিংহ মেডিকেলে কলেজের বাঘমারায় ছাত্র হোস্টেলের সেপটিক ট্যাংক থেকে গত বৃহস্পতিবার পুলিশ জাহাঙ্গীর নামে এক যুবকের লাশ উদ্ধার করে। এর আগেও একাধিকবার সেখানে এমন ঘটনা ঘটেছে। জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে গতকাল নগরীর কৃষ্টপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নারী, পুরুষ, শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। 

সর্বশেষ খবর