বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাতিয়ায় নৌকাডুবি চার জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়া উপজেলার জনতারঘাট এলাকায় মেঘনা নদীতে নৌকাডুবিতে চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন— কামরুল (১৮), সম্পদ, রাশেদ (২৫) ও রাকিব (১৬)। হতাহত সবাই হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা। হাতিয়া থানার ওসি আবদুল মজিদ ও স্থানীয়রা জানান. মেঘনায় মাছ ধরা শেষে গতকাল ভোররাতে জনতারঘাট এলাকায় নৌকাটি নোঙ্গর করে জেলেরা ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতে নৌকাটি পাড়ে ধাক্কা খেয়ে ডুবে যায়। নিখোঁজ হন নৌকায় থাকা ছয় মাঝি-মাল্লার মধ্যে চারজন। বাকি দুজন আহত অবস্থায় তীরে উঠতে সক্ষম হন। সকালে স্থানীয় লোকজনের সহয়োগিতায় পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টার পর ডুবন্ত নৌকটি তীরে তুলে এর ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েন মোরর্শেদ বাজার ক্যাম্পের এসআই মো. হানিফ।

সর্বশেষ খবর