বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্কুল ব্যাংকিং ত্বরান্বিত করতে ‘লিড ব্যাংক’

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ‘লিড ব্যাংক’ পদ্ধতির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং খাতকে ত্বরান্বিত করার জন্য কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সব তফসিলি ব্যাংকের আয়োজনে গতকাল সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।  এর আগে র্যালি ও ফেস্টুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করা হয়। মোস্তফা জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আবুল কাশেম মো. মহিউদ্দিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন অসীম কুমার মজুমদার, এসএম সাইদুর রহমান, আবু বায়জিত শেখ প্রমুখ। প্রধান অতিথি বলেন— এই ব্যাংকিং পদ্ধতি সাতক্ষীরায় এই প্রথম চালু করা হয়েছে। এই ব্যাংকিং পদ্ধতি চালুর মাধ্যমে স্কুলশিক্ষার্থীরা তাদের সঞ্চয় করা টাকা দিয়ে ভবিষ্যতে ভাল কিছু করতে পারবে।

সর্বশেষ খবর