শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চার কিলোমিটার সড়কের জন্য অবহেলিত ১০ গ্রামের মানুষ

নেত্রকোনা প্রতিনিধি

আটপাড়া উপজেলায় মাত্র চার কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা না হওয়ায় বছরের পর বছর অবহেলিত ১০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। ১০ গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি সড়কটি পাকাকরণের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা কয়েকদিন ধরে লাগাতার মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সব কর্মসূচিতে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করছেন শিশু-আবাল-বৃদ্ধাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা।

জানা যায়, নেত্রকোনা-৩ (কেন্দুায়া আটপাড়া) ও ৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের মাঝামাঝি সড়কটির অবস্থান। দুই উপজেলার সীমান্তে হওয়ায় সড়কটি এমন বেহাল অবস্থা বলে দাবি ভুক্তভোগীদের। আর এ জন্য দুর্ভোগ পোহাচ্ছেন আটপাড়া উপজেলার হাতিয়া, রেন্ট্রিতলা, তারাচাপুর, বাইসা, কলাপাড়া, দেবোত্তর, কৌট্টাকান্দাসহ ১০ গ্রামের ২০-২৫ হাজার মানুষ। নিজ উপজেলা সদরে যেতে তাদের মদন অথবা মোহনগঞ্জ হয়ে প্রায় ২০-২৫ কিলোমিটার পথ পারি দিতে হয়। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে এই বেহাল সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই শিকার হচ্ছেন দুর্ঘটনার। পণ্য পরিবহন করতে না পেরে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করছেন পানির দামে। সময়মতো স্কুল-কলেজে যেতে পারছেন না শিক্ষার্থীরা। গুরুতর অসুস্থদের নিয়ে ঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় অনেকে মারা যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। মদন সরকারী হাজী আব্দুল আজিজ কলেজের শিক্ষার্থী শারীফ উদ্দিন বলেন, ‘ছোট থেকে শুনে আসছি সড়কটি হয়ে গেলে দীর্ঘপথ পারি দিতে হবে না। দ্রুত আর নিরাপদে চলাচল করতে পারবো। কিন্তু বছরের পর বছর উপজেলা সড়ক থেকে আমরা বিচ্ছিন্নই রয়ে গেছি।’ ষাটোর্ধ রহিম ফকির ও আব্দুল জব্বার বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ইলেকশনের আগে এসে মসজিদে নামাজ পড়ে সবাইকে বলে গিয়েছিল আগামী ছয় মাসের মধ্যে এই সড়ক হয়ে যাবে। এক নির্বাচন গিয়ে আবার নির্বাচন আসছে সড়ক নির্মাণের উদ্যোগ নেই।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন খোকন বলেন, ‘সড়কটি নিয়ে বার বার উপজেলা চেয়ারম্যান এবং এমপিকে বলেছি। তারা বলেছেন এই অর্থ বছরে না হলেও আগামী অর্থ বছরে এ সড়কের কাজ হবে।’

সর্বশেষ খবর