শিরোনাম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মণ্ডপে রোহিঙ্গা নির্যাতনের ব্যানার ১ ঘণ্টা পূজা বিরতি ঘোষণা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার জায়েদুল আলম। এসপির সভাকক্ষে গতকাল বিকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জায়েদুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন— মুস্তাফিজুর রহমান, কাজী মাকসুদা লিমা, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম. অ্যাড. অজয় কুমার চক্রবর্তী, সমর ঘোষ প্রমুখ।

সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসবে সব রকম নিরাপত্তা প্রদানে মুন্সীগঞ্জের পুলিশ বদ্ধপরিকর। জেলার প্রতিটি পূজামণ্ডপে আনসারের পাশাপাশি পুলিশ থাকবে। মোবাইল টিম নিয়মিত টহল কার্যক্রম চালাবে। সেই সঙ্গে একটি মনিটরিং টিম গঠন করা হচ্ছে। এ সময় জেলা পূজা উদযাপন কমিটি ঘোষণা দেয় পূজা শুরু পর জেলার ২৮৭টি মণ্ডপে একই সময় এক ঘণ্টা আনন্দবিরতি রেখে মিয়ানমার থেকে আসা অসহায় মানুষের প্রতি সমবেদনা জানানো হবে। এ ছাড়া জেলার সবকটি মণ্ডপে রাখাইনে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ব্যানার সাঁটানো হবে। সেই সঙ্গে একেকটি মণ্ডপ থেকে কমপক্ষে ৫০০ টাকা করে তুলে পাঠানো হবে শরণার্থীদের জন্য। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় কুমার ও সাধারণ সম্পাদক সমর ঘোষ বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সম্প্রীতির দেশ বাংলাদেশ আমরা অসহায় রোহিঙ্গাদের পাশে আছি থাকবো।’ রোহিঙ্গাদের সহায়তায় জেলা পরিষদ : সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এক মাসের সম্মানি ভাতা রোহিঙ্গা স্মরণার্থীদের ত্রাণ হিসেবে দেওয়া হবে। গতকাল পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর